লক্ষ্মীপুরে ২ জনকে হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার ১
লক্ষ্মীপুরের রাজিবপুরে মোবাইল ফোনে ঘর থেকে ডেকে নিয়ে দুই ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত ইসমাইল হোসেন মানিকের ভাই মোরশেদ আলম বাদী হয়ে শুক্রবার মধ্যরাতে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে রাতেই মামলার এজাহার নামীয় আসামি মো. বেলাল ওরফে চোরা বেলালকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উত্তর মজুপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
মামলার বিষয়টি নিশ্চিত করে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউছার বলেন, এ ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মৃত সেকান্তর মিয়ার ছেলে ইসমাইল হোসেন মানিক (৪৫) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলামকে (২৭) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তবে কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট না হলেও পুলিশ বলছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হত্যার ঘটনাটি ঘটতে পারে।
কাজল কায়েস/এসএস/এমএস