বীরগঞ্জে পিকআপ ভ্যান উল্টে শ্রমিক নিহত


প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৩ মে ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে পণ্যবাহী পিকআপ ভ্যান উল্টে সন্তোষ দাশ (৩০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল রায় (২৯) এবং পবিত্র রায় (২৬) নামে আরও দুই শ্রমিক। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বীরগঞ্জ পৌর শহরের শালবন চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সন্তোষ দাশ উপজেলার ভোগনগর ইউনিয়নের বড়কালা গ্রামের কঞ্চিয়া দাশের ছেলে এবং আহদের বাড়ি কাহারোল উপজেলার ভবাণীপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা শ্রমিক নেতা মো. দ্বীন ইসলাম জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি পণ্যবাহী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-০৪৬৩) ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের শালবন চেকপোস্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সন্তোষ দাশ নামে একজন নিহত হন ও আরো দু`জন আাহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।