ফরিদপুর চিনিকলে ৬ দফা দাবিতে শ্রমিক সমাবেশ


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৪ মে ২০১৬

সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্ময় পরিষদ কর্তৃক গৃহিত কর্মসূচীর আলোকে অবিলম্বে মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নের দাবিসহ ৬ দফা দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার মধুখালী উপজেলায় অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে চিনিকল শ্রমিকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

৬ দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে মজুরি কমিশন ঘোষণা ও ২০১৬ সালের ১ জুলাই হতে বাস্তবায়ন, কারখানার শ্রমিক কর্মচারীদের জন্য পেনশন বা পেনশন পদ্ধতিতে গ্র্যাচুইটি নির্ধারণ, কারখানার নারী শ্রমিকদের প্রসূতি ছুটি ৬ মাস নির্ধারণ, রাষ্ট্রায়ত্ত কারখানার শ্রমিকদের অবসরের বয়স বৃদ্ধি, কারখানার কর্মচারীদের সমন্ময়সহ লাম্প গ্রান্ট, শ্রমিকদের নববর্ষভাতা ও মজুরি অগ্রিম প্রদান করার দাবিতে মাসব্যাপী এ কর্মসূচী ঘোষণা করা হয়।

এসময় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি কাজল বসু, শ্রমিক নেতা আবুল বাসার বাদশা, মো. নজরুল ইসলাম, মির্জা মনিরুজ্জামান বাচ্চু ও সুভাষ রায় প্রমুখ।
 
তরুন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।