যুদ্ধাপরাধীদের বিচারে পাকিস্তান অস্বস্তিতে : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৪ মে ২০১৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোন ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন অগ্রগতির পথ বন্ধ করা যাবে না। যুদ্ধাপরাধীদের বিচারে দেশের মানুষ স্বস্তি পেলেও পাকিস্তান এখন অস্বস্তিতে ভুগছে।

শনিবার রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।

নাসিম বলেন, একটি স্বাধীন দেশের কার্যক্রম সম্পর্কে তারা কোন মন্তব্য করা তাদের সমচীন নয়। একই সঙ্গে বিএনপিও এই পথে হাটছে। পকিস্তান আমাদের দেশের বিরুদ্ধে কথা বললেও তারা এর কোন প্রতিবাদ করেনি। বরং তারা ইসরাইলের বৈঠকের নামে চুপ করে রয়েছে। জামায়াতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকরের পর খালেদা জিয়া ও তার দল শোকে পাথর হয়ে কোন বক্তৃতা বিবৃতি থেকে বিরত রয়েছেন। কিন্তু কোন কিছু করেই দেশের উন্নয়নে বাধাগ্রস্থ করতে পারবে না।

তিনি আরো বলেন, দেশে জাতির পিতার হত্যাকারীদের বিচার, জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচারসহ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। একই সঙ্গে এই বিচারের রায়ও কার্যকর করা হয়েছে। যা দেশের মানুষ একসময় কল্পনাও করতে পারেননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে এ বিচার কাজ সম্পন্ন করছেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। দেশের উন্নয়নের স্বার্থেই জনগণ এখন বর্তমান সরকারের সঙ্গে রয়েছে। আগামীতেও সাধারণ মানুষ এই সরকারের সঙ্গেই থাকবে। বিএনপি এখন আস্তাকুড়ে রয়েছে। তাদের আর দেশের মানুষ বিশ্বাস করে না। দেশকে সামনের দিকে এগিয়ে নেবার লক্ষে তিনি সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, ইসহাক আলী, দানিউল হক দানি, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।

বাদল ভৌমিক/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।