রাজবাড়ী

লিফলেট বিতরণ করতে গিয়ে ধাওয়া খেয়ে পালালেন আ’লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজবাড়ীতে লিফলেট বিতরণ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রাসা টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাজারে স্লোগান দি‌য়ে মি‌ছিল করে। মি‌ছি‌লের শ‌ব্দে পা‌লি‌য়ে যান লিপ‌লেট বিতরণকারীরা।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী রাসা টাওয়ার এলাকায় লিফলেট বিতরণ করছে। এমন খবর পেয়ে জেলা বিএন‌পি নেতাকর্মীরা ওইস্থা‌নে গে‌লে লিপ‌লেট বিতরণকারীরা পালিয়ে যায়। আমরা সব সময় শেখ হাসিনার দোসরদের প্রতিহত করতে মাঠে আছি এবং থাকবো। কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।