পাঁচদিনে রহিমা ফুডের দাম বাড়লো সাড়ে ৫৩ কোটি টাকা
গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। সেইসঙ্গে সপ্তাহজুড়ে দাম কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এরপরও বেড়েছে মূল্যসূচক। পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমার সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে রহিমা ফুড।
গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে রহিমা ফুডের শেয়ার আগ্রহের শীর্ষ চলে আসে। এতে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ কোম্পানিটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে প্রায় ৫৩ কোটি টাকা।
গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক ২৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২৬ টাকা ৩০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫২ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৫০ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১২৩ টাকা ৮০ পয়সা।
শেয়ার দামে এমন উত্থান হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ৫ শতাংশ নগদ ও ২০২১ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। অর্থাৎ কোম্পানিটি কখনো বিনিয়োগকারীদের ১০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারেনি।
কোম্পানিটির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। আর শেয়ার সংখ্যা ২ কোটি ২০০টি। এর মধ্যে ৩৭ দশমিক ৩৮ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২ দশমিক ৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদেশিদের কাছে ৩ দশমিক ৭৫ শতাংশ আছে।
রহিমা ফুডের পরেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল সাউথইস্ট ব্যাংক। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২০ দশমিক ৪৮ শতাংশ। ১৬ দশমিক ৭৩ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স।
এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৬৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ১৩ দশমিক ১১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৮৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১২ দশমিক ২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২ দশমিক শূন্য ৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৬৪ শতাংশ এবং পূবালী ব্যাংকের ১১ দশমিক শূন্য ৭ শতাংশ।
এমএএস/এমএএইচ/এএসএম