সম্মাননা প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলেন গভর্নর


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৫

পরিবেশ বান্ধব ও সামাজিক উন্নয়ন মূলক ব্যাংকার হিসেবে পাওয়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নর সম্মাননা পদকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার সম্মাননা পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিউর এই কথা জানান।

এর আগে আতিউর রহমান লন্ডন ভিত্তিক পত্রিকা ফাইনান্সিয়াল টাইমস এর ব্যাংক ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিক দ্য ব্যাংকার কর্তৃক এই অঞ্চলের সেরা গর্ভনর নির্বাচিত হন। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, এ অর্জন শুধু আমার নয়। এই অর্জন আর্থিক খাতের সবার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি স্তরের কর্মীর। আমি এই সম্মাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করছি। যিনি আমাকে দায়িত্ব না দিলে আমি বিশ্ব দরবারে যেতে পারতাম না। একই সঙ্গে সকল মুক্তিযোদ্ধাদের এই এটি উৎসর্গ করছি। এসময় তিনি আরো বলেন, যুদ্ধ শেষ হয়নি। আমি দেশের প্রত্যেকটি মানুষের ব্যাংক হিসাব দেখতে চাই।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরামর্শক আল্লাহ মালিক কাজমী, প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল, চার ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকরা গভর্নরকে শুভেচ্ছা জানিয়েছে বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।