জুনের মধ্যে চামড়া শিল্প সাভারে স্থানান্তর : রাজ্জাক


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

হাজারীবাগের সকল চামড়া শিল্প আগামী জুনের মধ্যে সাভারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

সোমবার দুপুরে হেমায়েতপুরের হরিনধারায় অবস্থিত চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, চলতি বছরের মার্চ মাসের মধ্যে স্থানান্তরের কথা থাকলেও কাজের ধীরগতি হওয়ায় তা সম্ভব হচ্ছেনা।

এছাড়া ট্যানারি শিল্পকে পরিবেশ বান্ধব স্থানে স্থানান্তর করতে আন্তর্জাতিক পর্যায়ের চাপ থাকার কারণে দ্রুত এই শিল্পকে সাভারের স্থানান্তরের প্রক্রিয়া চলছে। অন্যথায় বাংলাদেশ থেকে চামড়া আমদানি বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে বিদেশি বায়াররা।

আব্দুর রাজ্জাক আরো বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি সমূহ স্থানান্তরে ১১০০ কোটি টাকা ক্ষতি হলেও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মাত্র ২৫০ কোটি টাকা। যা পর্যাপ্ত নয়।

ট্যানারি পরিদর্শনকালে ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক, ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম মোল্লাসহ শিল্প মন্ত্রণালয় ও বিসিকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন ট্যানারি মালিকগণ উপস্থিত ছিলেন।

ওমর ফারুক/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।