‘এ’ ক্যাটাগরিতে ওয়েস্টার্ন মেরিন
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের ওয়েষ্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ প্রদান করায় কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটির কার্যক্রম ‘এ’ ক্যাটাগরিতে শুরু হবে।
উল্লেখ, ঘোষিত বোনাস লভ্যাংশ গত ১৮ জানুয়ারি বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। আর নগদ লভ্যাংশের টাকা গত ২০ জানুয়ারি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
এসআই/আরএস