অবরোধের প্রভাবে বেড়েছে মাছের দাম
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ আর বিছিন্ন হরতালের প্রভাব পরেছে রাজধানীর মাছের বাজারে। রাজনৈতিক সহিংসতা আর টানা অবরোধে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বলে দাুবি করছেন ব্যবসায়ীরা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ মাছ কেজিতে ৫০-১০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে মৌসুমী সবজির সরবরাহ থাকায় নতুন করে বাড়েনি সবজির দাম। এদিকে গত সপ্তাহের তুলনায় মাংস ও ডিমের দাম প্রায় অপরিবর্তিত বয়েছে।
রাজধানীর খুচরা মাছবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি রুই ৩৫০-৪০০ টাকা, কাতলা ৪০০-৫০০ টাকা, তেলাপিয়া ১৬০-২০০, সিলভার কার্প ১৮০-২০০ টাকা, আইড় ৪৫০-৮০০ টাকা, গলদা চিংড়ি ৬০০-১৪০০ টাকা, পুঁটি ১৫০-১৬০ টাকা, পোয়া ৪০০-৪৫০ টাকা, মলা ৩২০-৩০০ টাকা, পাবদা ৫০০-৬০০ টাকা, বোয়াল ৪৫০-৫০০ টাকা, শিং ৪৫০-৮০০, দেশি মাগুর ৬৫০-৭০০ টাকা, শোল মাছ ৫০০-৬০০ টাকা, পাঙ্গাস ১৪০-১৬০ টাকা, সিলভার কার্প ১৮০-২২০ টাকা, চাষের কৈ ২৫০-২৮০ টাকা, তেলাপিয়া ১৬০-২০০ টাকা ও বাটা মাছ ১৬০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া কাঁচাবাজারে প্রতি কেজি আলু ১৫ থেকে ১৮ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, ফুলকপি আকারভেদে ১৫-২০ টাকা ও বাঁধাকপি ১৫-১৮ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিকেজি শালগম ১৫-২০ টাকা, করলা ৬০-৮০ টাকা, শিম ৩০-৩৫ টাকা, টমেটো ৩০-৩৬ টাকা, গাজর ২৫-৩০ টাকা, পটল ১০০ টাকা, মূলা ১০-১৫ টাকা, শশা ২০-২৫ টাকা, পেঁয়াজের কলি ৩০-৩৫ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, লাউ আকারভেদে ৩৫-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩৫ টাকা, চাল কুমড়া ৪০-৪৫ টাকা, ঢেঁড়স ১০০ টাকা ও মটরশুটি ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে গরুর মাংস প্রতি কেজি ৩৩০-৩৪০ টাকা, খাসির মাংস ৪৮০-৫০০ টাকা, ব্রয়লার ১৩০ টাকা, লেয়ার ১০ টাকা কমে ১৪০ টাকা, দেশি মুরগি ৩৩০-৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ফার্মের মুরগির লাল ডিম প্রতি হালি ৩০ টাকা এবং দেশি মুরগির ও হাঁসের ডিম ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে মুদি পণ্যের মধ্যে দেশি মসুর ডাল কেজি প্রতি ৫-১০টাকা কমে বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায় যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। ভারতীয় মসুর ডাল কেজি প্রতি ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা দরে। বুটের ডাল ৪০-৪৫ টাকা, মাসকলাই ৯০ টাকা, ছোলা ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি খোলা চিনি ৪৩-৪৫ টাকা, প্যাকেট চিনি ৫০ টাকা, প্রতি কেজি খোলা ময়দা ৪০ টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা ও প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকা দরে।
প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৫-৩৮ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৩-৩৫ টাকা, দেশি রসুন কেজি প্রতি ৫ টাকা কমে ৯৫ টাকা, মোটা রসুন ৯০ টাকা ও এক দানা রসুন ১০ টাকা বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসআই/আরএস