ডিএসইতে কমেছে রাজস্ব আদায়
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বছরের প্রথম মাস জানুয়রিতে সরকারের রাজস্ব আদায় কমেছে। গত মাস ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রাজস্ব আদায় কম হয়েছে এক কোটি ৮৩ লাখ ৮৫ হাজার টাকা বা ১৬ দশমিক ২৮ শতাংশ। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, জানুয়ারি মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকার। যা গত বছরের ডিসেম্বর মাসে ছিল ১১ কোটি ২৯ লাখ ১ হাজার টাকার। এই হিসেবে জানুয়ারিতে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে ১ এক কোটি ৮৩ লাখ ৮৫ হাজার টাকা।
আলোচ্য সময়ে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসই ৫ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার টাকা রাজস্ব আদায় করেছে। যা ডিসেম্বরে ৬ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা ছিল। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ৪৪ লাখ ৩৪ হাজার টাকা বা ৭ দশমিক ৩৭ শতাংশ কম।
উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায়ও কমেছে। এই মাসে ৩ কোটি ৮৮ লাখ ১৬ হাজার টাকা রাজস্ব আদায় করেছে ডিএসই। যা ডিসেম্বর মাসের তুলনায় ১ কোটি ৩৯ লাখ ৫১ হাজার টাকা বা ২৬ শতাংশ কম। ডিসেম্বর মাসে ডিএসই উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল ৫ কোটি ২৭ লাখ ৬৮ হাজার টাকা।
এসআই/আরএস/আরআই