সূচকের পাশাপাশি কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। পতন হয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।
বৃহস্পতিবার দিনশেষ দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে চার হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১০১ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৪১ কোটি টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৪৪৭ কোটি টাকা।
ডিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টির দাম বেড়েছে, কমেছে ১২১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯৪টির, কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১ কোটি টাকা।
এসআই/এসএইচএস/আরআই