‘ওয়াকার’ ফুটওয়্যারের আরও তিনটি শোরুম চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৬ আগস্ট ২০১৮

দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের ফুটওয়্যার ব্রান্ড ‘ওয়াকার’ আরও তিনটি শোরুম চালু করেছে। সম্প্রতি রাজধানীর খিলগাঁও, নারায়ণগঞ্জের ভুলতা এবং নরসিংদী সদরে শোরুমগুলো উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

Showroom-Vulta-1

বতর্মানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ওয়াকার ফুটওয়্যারের ১৯টি শোরুম চালু রয়েছে। ওয়াকার শোরুমে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতা ও ফ্যাশন এক্সেসরিজ পাওয়া যাচ্ছে।

Showroom-Vulta-Narayanganj-3

ওয়াকার ফুটওয়্যার এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।