চট্টগ্রাম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৪ জুলাই ২০২৫
ফাইল ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ ২৪ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিএমপি জানায়। পরীক্ষার সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম, মাইকিং, লিফলেট বিতরণ, মিছিল, সভা-সমাবেশ, ব্যানার-ফেস্টুন টানানো, অযথা ভিড় করা ও যানবাহন চলাচল সীমিত থাকবে।

পরীক্ষার এক ঘণ্টা আগে থেকে শেষ পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন, সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা ইত্যাদির ব্যবহারও সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে।

এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিনগুলোতে এ নির্দেশনা পরীক্ষা চলাকালীন কার্যকর থাকবে।

রফিক হায়দার/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।