ঢাবির সিনেটে ‘শিক্ষাবিদ সদস্য’ মনোনয়ন পেলেন পাঁচ অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ৩১ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে পাঁচজন অধ্যাপককে ‘শিক্ষাবিদ সদস্য’ হিসেবে মনোনয়ন দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী তিন বছরের জন্য রাষ্ট্রপতি ও আচার্য মনোনীত সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষাবিদ সদস্য মনোনীতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১)(ই) ও ২০(২) ধারা অনুযায়ী পাঁচজন শিক্ষাবিদকে সিনেট সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মোট ১০৫ জন সদস্য থাকেন। তার মধ্যে পাঁচজনকে শিক্ষাবিদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনয়ন দিয়ে থাকেন।

প্রতিবছর জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে। তবে নানা জটিলতার কারণে এবার নির্ধারিত সময় জুনে হয়নি সিনেটের বার্ষিক অধিবেশন।

এএএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।