কুমিল্লা বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের ১১টিই কুমিল্লা জেলার
শনিবার ঘোষিত কুমিল্লা বোর্ডের অধীনে এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই কুমিল্লা জেলায় অবস্থিত।
এগুলো হচ্ছে, ১ম-কুমিল্লা জিলা স্কুল, ২য়- নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৪র্থ- কুমিল্লা ক্যাডেট কলেজ, ৫ম- কুমিল্লা মডার্ণ হাইস্কুল, ৭ম- ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৮ম- আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুল, ৯ম- ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, ১২তম- কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ, ১৬তম- গর্ভ. ল্যাবরেটরী হাইস্কুল, ১৯তম- লাকসাম পাইলট হাইস্কুল ও ২০তম- কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইস্কুল। এর মধ্যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কুমিল্লা মহানগরীতে।
মো.কামাল উদ্দিন/এমজেড/এমএস