শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ


প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৬ জুলাই ২০১৫

ঈদে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের কারণে কাওড়াকান্দি ঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিপুল পরিমাণ যাত্রী লঞ্চ, স্পিবোড ও ফেরিতে শিমুলিয়া থেকে পারাপার হচ্ছেন। কাওড়াকান্দি ঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের কাছ থেকে বাসের চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের।

ঈদের আগে কাওরাকান্দি ঘাট থেকে কালনা ঘাট পর্যন্ত ভাড়া নেওয়া হতো ১০০ টাকা এখন তা নেওয়া হচ্ছে ২৫০ টাকা থেকে ৩শ টাকা পর্যন্ত। জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে যাত্রী পরিবহন করছেন বাসের চালকরা।  তবে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে যাত্রী চাপ বেশি হলেও নৌ পথে কোনো বাড়তি ভাড়া আদায় করা হয়নি।

বৃহস্পতিবার থেকে যাত্রী ও যানবাহনের চাপ অধিক হারে বাড়তে শুরু করেছে। সকাল থেকেই চাপ বাড়লেও শিমুলিয়া ঘাটসহ উভয় ঘাটে তা সহনীয় পর্যায়ে রয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে উভয় ঘাটে বিপুল সংখ্যক পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উভয় ঘাট ও সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দায়িত্ব পালন শুরু করায় শুরুতে স্বস্তি বিরাজ করছে। কাওড়াকান্দি ঘাট থেকে বাখরকান্দি পর্যন্ত প্রায় ১কিলোমিটার পায়ে হেটে গাড়িতে উঠতে হচ্ছে যাত্রীদের।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার মিয়া জাগো নিউজকে জানান, যাত্রীদের নিরাপদে পৌঁছে দেয়ার বিষয়ে মূলত পুলিশ বেশি দায়িত্ব পালন করছে। তবে ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া নেয়া থেকে বিরত থাকার জন্য বাস-মালিক সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন।

অপরদিকে, বৃহস্পতিবার সকাল থেকে কাওড়াকান্দি ঘাট যাত্রীদের টোল ফ্রি করা হয়েছে। ১ জুলাই থেকে টোল ফ্রি হওয়ার কথা থাকলেও ঘাট ইজারাদারের পরিবর্তে মাদারীপুর জেলা পরিষদ ওই দিন থেকে ঘাটে টোল আদায় শুরু করে আসছিল। কিন্ত দীর্ঘদিন পর জেলা পরিষদ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সমঝোতার পর বৃহস্পতিবার থেকে ঘাটের যাত্রীদের টোল ফ্রি করা হয়।

কাওড়াকান্দি ঘাটে বিআইডব্লিউটিএর পরিদর্শক এবি এস মাসুদ জাগো নিউজকে জানান, ১ জুলাই থেকে টোল ফ্রি হওয়ার কথা থাকলেও ঘাট ইজারাদারের পরিবর্তে মাদারীপুর জেলা পরিষদ ওই দিন থেকে ঘাটে টোল আদায় করে আসছিল। কিন্ত দির্ঘদিন পর জেলা পরিষদ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সমঝোতার পর বৃহস্পতিবার থেকে ঘাটের যাত্রী টোল ফ্রি করা হয়।

এ কে এম নাসিরুল হক/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।