পিএসএলের পর্দা উঠছে আজ


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

সবাই`ই তো ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ আয়োজন করে। টি-টোয়েন্টির এই যুগে দারুণ বাণিজ্যিক এক সুযোগ। কোটি কোটি ডলার চলে আসে হাতের মুঠোয়, মাত্র ২০ থেকে ৩০ দিনের একটি টুর্নামেন্ট আয়োজন করা গেলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট আয়োজন দেখে, বাজার গরম করতে প্রায় প্রত্যেকটি দেশই ঝাঁপিয়ে পড়েছে মাল্টি মিলিয়ন ডলারের টুর্নামেন্টটি আয়োজ করতে। এ থেকে বাদ যাবে কেন পাকিস্তান!

এমনিতেই একটি ক্রিকেট পাগল জাতি; তবে পাকিস্তানিদের ক্রিকেট তৃষ্ণা ক্রমেই লোপ পেয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। ২০০৯ সাল থেকে পাকিস্তানের মাটি থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত! ঘরোয়া ক্রিকেট দেখে আর কতটাই বা মন ভরে? তবুও পাকিস্তান ক্রিকেট বোর্ড নানাভাবে চেষ্টা করে যাচ্ছে, দেশটিতে ক্রিকেট বাঁচিয়ে রাখতে। সে হিসেবেই হয়তো কিংবা বাণিজ্যিক লক্ষ্যেই হোক, আয়োজন করা হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

তবে এই লিগটাও নির্বাসিত। পাকিস্তান ছেড়ে লিগটা আয়োজন করতে হচ্ছে শরু শহর আরব আমিরাতের দুবাই এবং শারজাহতে।  নইলে যে বিদেশী ক্রিকেটাররা খেলতে আসবেন না। সুতরাং, টিভিতে দেখেই পাকিস্তানিরা মেটাবেন ক্রিকেট সুধা। সেই লিগটিরই পর্দা উম্মোচন হতে যাচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচ গড়াবে মাঠে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই মাঠে মুখোমুখি হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেডস এবং কোয়েটা গ্লাডিয়েটর্স।

পাকিস্তান সুপার লিগ আয়োজন করার কথা ছিল বেশ আগে। কয়েকবার উদ্যোগ নিয়েও পারা যায়নি। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, ভয়ঙ্কর সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠির আত্মঘাতি হামলা, বিদেশি বিমান হামলা- এসব কারণে অনেক চেষ্টা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পারেনি লিগটার আয়োজন করতে। শেষ পর্যন্ত, পারলেও সেটাকে করতে হয়েছে নির্বাসিত।

উদ্বোধনী ম্যাচে মিসবাহ-উল হকের ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে সরফরাজ আহমেদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের। উদ্বোধনী ম্যাচটি হবে বারুদে ঠাসা। কারণ, এই ম্যাচেই মুখোমুখি হচ্ছে বিশ্বের সব নামকরা ক্রিকেটাররা। মিসবাহ-উল হক নামে মাত্র। এই দলে রয়েছেন শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান কিংবা ব্র্যাড হ্যাডিনদের মত ক্রিকেটার। প্রতিপক্ষ সরফরজ আহমেদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স যেন আরও একধাপ এগিয়ে। এই দলে খেলছেন কুমার সাঙ্গাকারা, কেভিন পিটারসেন, জেসন হোল্ডার, আহমেদ শেহজাদ, উমর গুল, এল্টন চিগুম্বুরা কিংবা লুক রাইটরা। সুতরাং, উদ্বোধনী ম্যাচটি যে জমজমাট হচ্ছে, তাতে কোন সন্দেহ নেই।

পাকিস্তানের ঘরোয়া এই লিগে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্বও। এই টুর্নামেন্টে খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। সাকিব এবং মুশফিক খেলছেন একই দলে, করাচি সুপার কিংসের হয়ে। আর তামিম খেলছেন পেশোয়ার জালমির হয়ে।

উদ্বোধনী ম্যাচের দুই দল
ইসলামাবাদ ইউনাইটেড
মিসবাহ-উল-হক, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, ব্রাড হাডিন, মোহাম্মদ ইরফান, শারজিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ, বাবর আজম, ইমরান খালিদ, কামরান গোলাম, উমর আমিন, স্যাম বিলিংস, রুম্মান রইছ, আমাদ বাট।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
সরফরাজ আহমেদ, কুমার সাঙ্গাকারা, কেভিন পিটাaরসেন, জেসন হোল্ডার, লুক রাইট, আহমেদ শেহজাদ, উমর গুল, আনোয়ার আলী, জুলফিকার বাবর, এলটন চিগুম্বরা, বিলাল আসিফ, আসাদ শফিক, মোহাম্মদ নওয়াজ, সাদ নাসিম, মোহাম্মদ নবী, বিসমিল্লাহ খান, আইজাজ চিমা, রমিজ রাজা জুনিয়র

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।