জোসেফকে ক্ষেপাতে চেয়েছিলেন মিরাজ


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের ইনিংসের ২৭তম ওভারের শেষ বলে হঠাৎ করেই বিমার দিয়ে বসলেন আলজারি জোসেফ। এ সময় ব্যাটিংয়ে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচেও চাপের মুখে দারুণ ব্যাটিং করেছিলেন। জোসেফের উদ্দেশ্যটা ছিল সহজ। ৮৮ রানে চার উইকেট হারানো বাংলাদেশকে আরও চাপে রাখা। মাথা নুইয়ে সে যাত্রা বেঁচে গেলেও এরপর পুরো ম্যাচে জোসেফের উপর আক্রোশ ঢেলেছেন মিরাজ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘যখন জোসেফ আমাকে ডট করছিল আমার নিজের থেকে খুব রাগ হয়েছিল। দুইবার ডট করছে। আমার টার্গেট ছিল আমি যেখানেই পাব সেখানেই মারব। আর ও যখন মার খায় তখন আরও ক্ষেপে যায়। আমি চাচ্ছিলাম ও আরও ক্ষেপুক এবং আরও জোরে বল করুক।’

এদিন জোসেফের মোট ছয়টি বল খেলেন মিরাজ। আর তা থেকে দুটি চারের সাহায্যে ৯ রান সংগ্রহ করেন তিনি। আর জোসেফও একটু বেশি আক্রমণাত্মক বোলিং করেন মিরাজের বিপক্ষে। বিমার দেয়ার পরের ওভারে দারুণ একটি বাউন্সার দেন মিরাজকে।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।