‘বন্যার কবলে পড়ায় পাসের হার কমেছে সিলেটে’

ফাইল ছবি
২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৮৭.৪৪ শতাংশ। এর মধ্যে সবচেয়ে কম পাস করেছে পরীক্ষার সময় বন্যার কবলে পড়া সিলেট বিভাগ। সিলেট বিভাগের পাসের হার ৭৮.৮২ শতাংশ। এ বোর্ডে ২০২১ সালে পাসের হার ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ।
এ বছর সিলেট বিভাগে পাসের হার কমার পেছনে বন্যাকে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছে শিক্ষা সংশ্লিষ্টরা।
সিলেট বিভাগে পাশের হার কমার কারণ জানতে চাইলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সিলেটে পরীক্ষার সময় বন্যা হওয়ার কারণে পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। অনেকে স্থানান্তর হয়েছে। তবে এখানে আরও কোনো বিষয় আছে কি না তা আমরা খতিয়ে দেখবো।
এএএম/এমআইএইচএস/এমএস