কলম্বিয়ান মডেলকে নাচ দেখালেন রোনালদো
ভালো ফুটবল খেলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো। কিন্তু কতটুকু ভালো নাচতে পারেন তা হয়তো ভক্তদের অজানা। তবে রোনালদো নেচে দেখিয়েছিলেন বলে জানিয়েছেন কলম্বিয়ান মডেল নাতালি রিনকন।
মিয়ামিতে ক্রিস্টমাসের ছুটিতে নাতালিকে নাচ দেখান রোনালদো। এরপর তারা দুইজন একান্তে সময় কাটিয়েছেন বলেও দাবি করেছেন এ মডেল।
কলম্বিয়ার একটি টেলিভিশনে সাক্ষাৎকারে নাতালি জানান, সাবেক ম্যানইউ তারকা তাকে ক্রিস্টমাস সন্ধ্যায় ডিনারের নিমন্ত্রণ জানান এবং এর তিন দিন পর তার সঙ্গে একটি রেস্টুরেন্টে ডেট করতে যান।
এ নিয়ে তিনি বলেন, আমি তখন রেস্টুরেন্টে ছিলাম। আর ক্রিস্টিয়ানো আমার সামনের টেবিলে ছিল। আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে ছিলাম এবং ফ্লার্টিং শুরু করে দেই। তখন কেউ একজন আমার টেবিলে এসে আমাকে বলে সে আমার সঙ্গে পরিচিত হতে চায়।
এরপর রোনালদোর সঙ্গে তিনি কথা বলেন। এক সময় রোনালদো তাকে নাচ দেখান। তখন রোনালদো অনেক আবেদনময়ী ভঙ্গিতে নাচেন বলে জানান তিনি। এরপর তার সঙ্গে একান্তে সময় কাটান বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে নাতালি বলেন, সেখানে অ্যালকোহল ছিল। আমরা খুব সুখী ছিলাম। সে আমার সামনে দাঁড়িয়ে বলেছিল দেখো আমি কিভাবে নাচি। সে খুব ভালো নেচেছিল। অনেক আবেদনময়ীভাবে। এটা সত্যিই খুব মজার ছিল।
রোনালদো সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, সে অনেক বেশি ফ্লার্ট করে। মাঝ রাতের দিকে আমরা একে অপরকে চুমু খাই। আমি আপনাকে বলবো না এটা কোথায় হয়েছিল।
নাতালির কাছে কলম্বিয়া সম্পর্কে জানতে চান রোনালদো। ৩১ বছর বয়সী রোনালদো তার সাবেক প্রেমিকা ইরিনা শায়েকের সঙ্গে ছাড়াছাড়ি হবার পর থেকেই নানা মেয়ের সঙ্গে গুঞ্জনে জড়িয়ে পড়ছেন।
আরটি/এএইচ/বিএ