মাস্টার্স ফাইনাল পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ফাইনাল পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী ২০২০ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলতি বছরের (২০২৩) ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ২১ মার্চ পর্যন্ত।

বুধবার (১১ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>> বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণের সময় বাড়লো

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ (নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন) শেষপর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে। চলবে ২১ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন>> অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস পরীক্ষা স্থগিত 

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন>> হাইকোর্ট পারমিশন সনদের লিখিত পরীক্ষা ৪ মার্চ 

এমএইচএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।