পাসের হারে এগিয়ে মাদরাসা শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হারে এগিয়ে আছে মাদরাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার মাদরাসা শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯০ হাজার ২৬৬ পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ নেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৭০৬, ছাত্রী ৪০ হাজার ৫৬০। সব মিলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৫৫৩ জন। পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ।

এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯১ দশমিক ৪৮ শতাংশ, ছাত্রীদের ৯৩ দশমিক ৮৯ শতাংশ। তবে ছাত্রদের মধ্যে পাঁচ হাজার ১৬৪ জন জিপিএ-৫ পেয়েছেন। আর চার হাজার ২৫৯ ছাত্রী পেয়েছেন জিপিএ-৫।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

এমএমএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।