বিশেষ চাহিদা সম্পন্ন ১২ শিক্ষার্থীকে একাদশে ভর্তির সুযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ চাহিদা সম্পন্ন ১২ শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। ভর্তির আবেদনের প্রেক্ষিতে তাদের এ সুযোগ দেওয়া হয়। নির্দেশনা জারির পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে তাদের সরাসরি নির্বাচিত কলেজে ভর্তি হতে বলা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিশেষ চাহিদা সম্পন্ন ও অন্যান্য বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আসন শূন্য থাকা কলেজে ম্যানুয়াল (পুরোনো) পদ্ধতিতে সরাসরি ভর্তি হতে অনুরোধ করা হলো। এ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চারটি ধাপে আবেদন কার্যক্রম শেষ হয়েছে। এখনো ভর্তিইচ্ছু ১০ হাজারের মতো শিক্ষার্থী সুযোগ থেকে বঞ্চিত। যারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করছেন শূন্য থাকা কলেজগুলোতে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এমএইচএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।