এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন ছাড়, ঈদ বোনাস শিগগির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০২ এপ্রিল ২০২৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন-ভাতা ছাড় দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে এ টাকা উত্তোলন করতে বলা হয়েছে। রোববার (২ এপ্রিল) এ-সংক্রান্ত আটটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এছাড়া চলতি সপ্তাহের মধ্যে ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন-ভাতার সরকারি অংশের টাকা অনুদান বণ্টনকারী ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান শাখায় এবং বাকি চারটি জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে মার্চের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বেতন-ভাতার চেক এখনো ছাড় দেওয়া হয়নি। আগামীকাল সোমবার এসব চেক ছাড় দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তার সঙ্গে ঈদুল ফিতরের উৎসব ভাতা চলতি সপ্তাহের মধ্যে ছাড় দেওয়া হবে বলেও জানা গেছে।

এমএইচএম/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।