উচ্চশিক্ষার নিশ্চয়তায় এডুকেশন এক্সপোতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৬ জুন ২০২৩

দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) হয় এই এক্সপো। এটি প্রথমবারের মতো আয়োজন করে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)।

সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে এক্সপো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটসহ এডুকেশন এক্সপোতে অংশগ্রহণ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এই এক্সপোতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্যাভিলিয়নে একাডেমি-ইন্ডাস্ট্রিজ লিংকেজ, ক্যাম্পাস রিক্রুটমেন্ট, বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং চাকরির পাশাপাশি এমবিএ ও প্রফেশনাল কোর্সের সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভিন্ন তথ্য ও পরামর্শ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ মেধাবীদের শতভাগ শিক্ষাবৃত্তি, কম খরচে উচ্চশিক্ষা প্রদানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া বিভিন্ন করপোরেট ও ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের প্রফেশনাল গ্রুমিং করানো হয়।

এক্সপোতে ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করে।

এমএইচএম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।