পিআইবির সাংবাদিকতায় মাস্টার্স কোর্সে ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘গণমাধ্যম ও সাংবাদিকতা’ বিষয়ে মাস্টার্স কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ২০২২ শিক্ষাবর্ষে প্রথম পর্বের ভর্তির জন্য আবেদন করা যাবে ১৯ জুন পর্যন্ত। এরপর দুই বছর মেয়াদি এই কোর্সের ভর্তি পরীক্ষা হবে ২৩ জুন।
এক বিজ্ঞপ্তিতে পিআইবি জানায়, ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২৬ জুনের মধ্যে। ভর্তির ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা সংশ্লিষ্টদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া নিজ প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন চাকরিজীবীরা।
সাংবাদিকতা বিষয়ে পিআইবির মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই যে কোনো বিষয়ে স্নাতক (সম্মান/পাস) অথবা সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। তবে কোনো পরীক্ষাতেই তৃতীয় শ্রেণি অথবা সিজিপিএ ৫-এর মধ্যে ২.৫০ বা ৪-এর মধ্যে ২.২৫ এর নিচে থাকতে পারবে না।
যেভাবে আবেদন করতে হবে
পিআইবির ওয়েবসাইট www.pib.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর এক হাজার টাকা জমা দেওয়ার রশিদসহ পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের শিক্ষা শাখার অফিস কক্ষে জমা দিতে হবে আবেদনপত্র।
আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত করা সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের ফটোকপি জমা দিতে হবে। এছাড়া দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে দিতে হবে। সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
সরকারি ছুটির দিন ছাড়া সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
সাংবাদিকতার এই মাস্টার্স কোর্সের মোট ফি ৫০ হাজার টাকা। আর ভর্তির সময় এককালীন ২০ হাজার টাকা দিতে হবে।
জেডএইচ/জিকেএস