কাজীপাড়ায় ব্র্যাক কুমনের যাত্রা শুরু

রাজধানীর কাজীপাড়ায় যাত্রা শুরু করেছে জাপানিজ শিক্ষা পদ্ধতি কুমন সেন্টার। গত বৃহস্পতিবার ‘ব্র্যাক কুমন’ কাজীপাড়া সেন্টারের উদ্বোধন করা হয়। এটি ঢাকায় ব্র্যাক কুমনের ৯ম সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক কুমন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ, ব্র্যাক কুমন কাজীপাড়া সেন্টারের স্বত্বাধিকারী ও ইন্সট্রাক্টর নাসরিন আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের উপাচার্য প্রফেসর ড. কাজী সাইফুদ্দিন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিনিয়র জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান মোহাম্মদ খালিদ। এসময় ব্র্যাক কুমনের শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জাপানের সেরা ১০টি আবিষ্কারের মধ্যে অন্যতম এ ‘কুমন’ মেথড ৬০ বছরেরও বেশি সময় ধরে বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে ৩-১৬ বছরের শিশুদের গণিত ও ইংরেজির দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি একবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ স্কিল যেমন ক্রিটিক্যাল থিংকিং, ইমোশনাল ইন্টেলিজেন্স ও প্রবলেম সলভিংয়ের মতো গুরুত্বপূর্ণ স্কিল নিয়েও কাজ করে জাপানের এ ‘সেল্ফ লার্নিং মেথড’।
এছাড়াও ‘ইনডিভিজ্যুয়াল স্টাডি প্ল্যান’র মাধ্যমে প্রতিটি শিশুর ‘সম্ভাবনা বিকাশে’ জোর দেয় ব্র্যাক কুমন।
ইএ