জাতীয় বিশ্ববিদ্যালয়ে পিজিডি কোর্সে ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৪ জুন ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ জুন)। চলবে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত।

বুধবার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের (২য় ব্যাচ) ১২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। বৃহস্পতিবার থেকে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

১২টি বিষয় হলো

ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), শিল্পোদ্যোগ, ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডেটা অ্যানালাইটিক্স, ফার্মিং টেকনোলজি।

এ প্রোগ্রামের লিখিত পরীক্ষা হবে ২৮ জুলাই। ৩০ আগস্ট ২০২৩ তারিখ থেকে এ ব্যাচের ক্লাস শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্বদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এমএইচএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।