গবেষণায় সঠিকভাবে অর্থ ব্যয় করলে আরও বরাদ্দ দেবো: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৪ জুলাই ২০২৩

গবেষণাকাজে যেসব বিশ্ববিদ্যালয় সঠিকভাবে অর্থ ব্যয় করবে, তাদের আরও বেশি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে উৎসাহিত করার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। যে বিশ্ববিদ্যালয় তার গবেষণার অর্থ ব্যয় সঠিকভাবে করতে পারছে, তাদের আরও বেশি বরাদ্দ দেওয়া হবে। যারা ব্যয় করতে পারে না, সেটা তো তাদের সমস্যা।

সোমবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় গবেষণাগার এবং উদ্ভাবন ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠাগারের সুবিধাগুলো বিস্তৃত করা হচ্ছে। আবাসিক সুবিধা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেইসঙ্গে প্রতিটি বিষবিদ্যালয়ের নির্দিষ্ট যে আসন সংখ্যা সেটিও বাড়ানো হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক জার্নালে শিক্ষকদের গবেষণাপত্র প্রকাশে সহযোগিতাসহ উচ্চশিক্ষার মান বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা যে বিষয়েই শিখুক না কেন, তাকে প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা অর্জন করতেই হবে। সেজন্য আমরা শিক্ষায় পরিবর্তন আনতে কাজ করছি। ব্লেন্ডেড এডুকেশন, নতুন শিক্ষাক্রমসহ নানা পরিবর্তন এসব লক্ষ্য পূরণে কাজ করবে। বাংলাদেশ এগিয়েছে, এ চিন্তা করে আমাদের বসে থাকার সুযোগ নেই। আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নান্দনিকতাবোধ, মানবিক শিক্ষা না থাকলে পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলো যেন জ্ঞানচর্চার কেন্দ্র হয়, জ্ঞান সৃষ্টির, মুক্ত বুদ্ধি চর্চার এবং গবেষণার কেন্দ্র হয়ে ওঠে।

সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ।

এর আগে সমাবর্তনে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ফজলে ইলাহি।

এএএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।