শিশু কল্যাণ ট্রাস্টের শিক্ষকদের বন্ধ হওয়া বেতন চালুর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২৪ আগস্ট ২০২৩

শিশু কল্যাণ ট্রাস্টের যেসব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে, তা চালু করার সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (২৩ আগস্ট) কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক বৈঠকে এ সুপারিশ করা হয়।

এ সময় শিক্ষার্থীরা যাতে সুশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি হিসেবে যোগ্যতা-সক্ষমতা দেখাতে পারে, সে লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কমিটি ‘দৃষ্টিনন্দন’ প্রকল্পের আওতায় যেসব বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে, সেগুলোর কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ করে।

বৈঠকে আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, কাজী মনিরুল ইসলাম ও মাহমুদ হাসান অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইএইচআর/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।