নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষক হতে শিক্ষক-সুপারভাইজারদের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

অষ্টম ও নবম শ্রেণিতে ২০২৪ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে প্রশিক্ষক হতে আগ্রহী শিক্ষক ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারদের আবেদন নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে জেলাপর্যায়ের প্রশিক্ষক হতে শিক্ষক ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। জেলাপর্যায়ের প্রশিক্ষক হতে ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তারা।

অন্যদিকে উপজেলা পর্যায়ের প্রশিক্ষক হতে ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। ইএমআইএসের ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করা হবে।

আরও পড়ুন: একাদশে ভর্তির আবেদন শেষ আজ, বাড়ছে না সময়সীমা

বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম। এ বিষয়ে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদেরও জানানো হয়েছে। স্কিমের জারি করা আদেশটি বৃহস্পতিবার প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আদেশে বলা হয়, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করা হবে। প্রশিক্ষক হতে আগ্রহী সংশ্লিষ্ট শিক্ষক বা অ্যাকাডেমিক সুপারভাইজারকে ইএমআইএসের ওয়েবসাইটে ‘এনসিএফ প্রশিক্ষকদের জন্য আবেদন ফরম’ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

এএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।