এইচএসসি

ঢাকা কমার্স কলেজে পাসের হার ৯৯.২৯ শতাংশ, জিপিএ-৫ ৩৫২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৮ নভেম্বর ২০২৩
ভালো ফলাফলে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উল্লাস

প্রতি বছরের ন্যায় এবারও ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে ঢাকা কমার্স কলেজ। ২৬ নভেম্বর (রোববার) এইচএসসি পরীক্ষার প্রকাশিত ২০২৩ সালের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কলেজটির ৩২২৩ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩২০০ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.২৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান উভয় শাখা থেকে সর্বমোট ৩৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৬২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১৬১৭ জন। তার মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১২৮ জন। পাসের হার ৯৯.৩২ শতাংশ। আর বিজ্ঞান শাখা থেকে ১৫৯৫ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১৫৮৩ জন।

তার মধ্যে জিপিএ-৫ অর্জন করে ২২৪ জন। পাসের হার ৯৯.২৫ শতাংশ ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফলাফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এই সাফল্য।

জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।