সিদ্ধার্থ-জাহ্নবীর রোমান্স নিয়ে সমালোচনা
বলিউডের জনপ্রিয় যুগল সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’ ছবির প্রথম গান ‘পরদেশিয়া’ প্রকাশিত হয়েছে। এটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে বিভাজন দেখা গেছে। একদল ভক্ত তাদের জুটিকে ভালোবেসে উচ্ছ্বসিত। আরেকদল তাদের রসায়ন নিয়ে সমালোচনায় মেতেছেন।
সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যুগলের ১২ বছরের বয়সের ব্যবধান। তাদের রসায়নের অভাবটাও সবার চোখে লেগেছে। অনেকেই মনে করছেন, এই ব্যবধান তাদের ক্যামিস্ট্রি প্রভাবিত করেছে এবং দর্শকের হৃদয় ছুঁয়ে উঠতে পারেনি।
এক ভক্ত টুইট করেছেন, ‘আজকাল রসায়ন আসলেই কাজ করছে না। তাদের মধ্যে ১২ বছরের ফারাক এত স্পষ্ট যে বোঝাই যাচ্ছে। আমি মনে করি এটা ‘সাইয়ারা’র সফলতার মূল কারণ। মানুষ সেই ছবিতে সত্যিকারের তরুণ জুটিকে পেয়েছে যা আজকাল খুব কম দেখা যায়।’
টুইটারে এই তত্ত্ব নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেকেই এতে একমত হয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘এতদিন পরও সিনেমায় জুটির যে রসায়নের অভাব দেখা যাচ্ছে তা খুবই দুঃখজনক। মিউজিক ভিডিও ও টিজারে এটা আরও স্পষ্ট। বলিউডে আর সেই যুগলের যাদু নেই।’
‘সাইয়ারা’র দুই প্রধান তারকা অনিত পদ্দা ও আহান পান্ডের বয়সের ব্যবধান মাত্র ৫ বছর। অনিতের বয়স ২২ ও আহানের ২৭। তাদের প্রায় একই বয়সের মনে হয়। দর্শকদের কাছে তাদের রসায়ন বিশ্বাসযোগ্য লাগে। নেটিজেনরা মনে করেন, এর কারণেই মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ এত সফল হয়েছে এবং তরুণ প্রজন্ম এটিকে ভালোবেসেছে।
মূলত ‘পরম সুন্দরী’র মুক্তি জুলাই ২৫ তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ‘ওয়ার ২’র মুক্তির জন্য তা পিছিয়ে আগস্ট ২৯ করা হয়েছে। এখন দর্শকর অপেক্ষায় রয়েছেন নতুন এই ছবি কেমন সাড়া ফেলবে।
এলআইএ/জেআইএম