বলিউডের সিরিজে চমক দেখালেন আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫
বলিউডের ওয়েব সিরিজে আরিফিন শুভ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। বলিউডে প্রথমবার কাজ করেছেন তিনি। কাজ করেছেন একটি ওয়েব সিরিজে। এটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। ‘জ্যাজ সিটি’ নামের ওয়েব সিরিজটি ১৩ সেপ্টেম্বর সনি লিভে মুক্তি পাবে।

সিরিজটির প্রথম ঝলকে সত্তরের দশকের লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন আরিফিন শুভ। ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু ঝলক প্রকাশ করেছে। সেখানে বেশ কিছু সিরিজ ও সিনেমার ভিড়ে ‘জ্যাজ সিটি’-তে দেখা গেছে শুভকেও।

কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনো তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন। এ ছাড়া তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টালিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্র। তিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন সিরিজটিতে।

প্রযোজনা সংস্থা দাবি করেছে, সিরিজটি দেখে দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।

এমআই/এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।