এবার বাংলা ছবিতে সানি লিওন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ১১ জুলাই ২০১৭

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে বলিউডে আগমন ঘটে বলিউড তারকা সানি লিওনের। নীল দুনিয়া ছেড়ে পুরোপুরি মনোনিবেশ করেন বলিউডের রুপালি পর্দায়। নিজের পরিশ্রম ও মেধা দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন বলিউডে। একক ছবিতে অভিনয় ছাড়াও কাজ করেছেন অসংখ্য আইটেম গান ও মিউজিক ভিডিওতে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল শাহরুখ অভিনীত ‘রেইস’র একটি আইটেম গানে। 

তবে এবার আবারও চমক নিয়ে হাজির হলেন সানি। জানা গেছে, কলকাতার একটি বাংলা ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। এ খবরে নড়েচড়ে বসেছেন বাংলা ছবির দর্শকরা। পরিচালক স্বপন সাহা পরিচালিত একটি ছবির আইটেম গানে নাচবেন সানি। গানটির কোরিওগ্রাফি করবেন ভারতের ড্যান্স গুরু হিসেবে পরিচিত প্রভু দেবা। 

তবে ছবিটির নাম জানা যায়নি এখনও। এর আগেও সানি বেশ কিছু আঞ্চলিক ছবির আইটেম গানে কাজ করেছেন। তবে কোনো বাংলা ছবিতে এবারই প্রথম। 

আরএএইচ/এলএ/এমএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।