করোনা মুক্ত হলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৩ এপ্রিল ২০২১

চলতি মাসের ৪ এপ্রিল ‘রাম সেতু’ সিনেমার শুটিং সেটে করোনা আক্রান্ত হন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় করোনা আক্রান্ত হওয়ার দিন দুয়েক পরেই হাসপাতালে ভর্তি হন তিনি।

এবার জানা গেল অক্ষয় করোনামুক্ত হয়েছেন। তার স্ত্রী অভিনেত্রী টুইংকেল খান্না এই সুখবর জানিয়েছেন।

১২ এপ্রিল টুইংকেল এক টুইট বার্তায় বলেন, ‘তিনি (অক্ষয়) এখন সম্পূর্ণ সুস্থ এবং আমরা তাকে নিয়ে ঘরে ফিরছি।’

অক্ষয় নিজেও আরেক বিবৃতিতে জানান, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দুঃসময়ে আমার পাশে থাকার জন্য। আপনাদের সবার ভালবাসায় করোনামুক্ত হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি।

এবার দিন কয়েক হোম কোয়ারেন্টাইন করে আবারও কাজে ফেরার পালা।’

প্রসঙ্গত, সম্প্রতি অক্ষয় ছাড়াও বেশ কয়েকজন বলিউড অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন আমির খান, রনবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, গোবিন্দ, আলিয়া ভাট, কৃতি শ্যাননসহ অনেকে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।