করোনামুক্ত পুরো পরিবার, মুম্বাইয়ে ফিরলেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২৪ মে ২০২১

করোনামুক্ত হয়ে মুম্বাইয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিং। রোববার (২৩ মে) মুম্বাই বিমানবন্দরে ফটোগ্রাফারদের ক্যামেরাবন্দি হন তারা। এ সময় দুজনের মুখই ছিল মাস্ক দিয়ে ঢাকা। চোখে ছিল কালো চশমা। বিমানবন্দর থেকে বেরিয়ে দীপিকার হাত ধরে সোজা গাড়িতে উঠে যান রণবীর।

চলতি মাসের শুরুর দিকেই প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সংক্রমিত হয়েছিলেন দীপিকার মা উজ্জ্বলা এবং বোন অনিশাও। এর পরেই জানা যায় দীপিকার আক্রান্ত হওয়ার খবর। কয়েকদিন হাসপাতালে থেকে সেরে ওঠেন প্রকাশ। সেরে উঠেছে পুরো পরিবারও।

পরিবারের সঙ্গে সময় কাটাতে গত মার্চে মুম্বাই থেকে বেঙ্গালুরু গিয়েছিলেন দীপিকা ও রণবীর।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।