গভীর জঙ্গলে ভাল্লুকের তাড়া খেলেন রণভীর সিং!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২২ পিএম, ১১ জুন ২০২২

বলিউড অভিনেতা রণভীর সিং। যিনি ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডে যাত্রা করেছিলেন। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হিন্দি সিনেমার জনপ্রিয় তারকা হিসেবে। উপহার দিয়েছেন অনেক হিট-সুপারহিট সিনেমা।

যদিও সর্বশেষ ‘জয়েশভাই জোরদার’ ছবিটি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তবে সেই রেশ কাটিয়ে উঠতে নতুন করে চেষ্টা করছেন রনভীর।

এর ভিড়েই তিনি আলোচনায় এসেছেন নতুন লুকে হাজির হয়ে। নেটফ্লিক্সে ১০ জুন ‘রণভীর বনাম ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’-এর টিজার প্রকাশ পায়।

টিজারে ‘গলি বয়’খ্যাত অভিনেতাকে একটি ভাল্লুক তাড়া করতে দেখা যায়। অ্যাডভেঞ্চার জাঙ্কি বিয়ার গ্রিলসের সঙ্গে একটি জঙ্গল অতিক্রম করার সময় এ দৃশ্যটি সামনে আসে।

এর আগে বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল অতিক্রম করেন রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগন এবং ভিকি কৌশলরা। এবার রণভীর সিংকে দেখা যাবে। অভিনেতা খুবই উত্তেজিত এই শো নিয়ে। শোটির টিজার
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়েছে।

রণভীর টিজারটি প্রকাশ করে ক্যাপশন দিয়েছেন, ‘জঙ্গল মে মঙ্গল! রণবীর বনাম ওয়াইল্ড, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে ভরপুর একটি ইন্টারেক্টিভ স্পেশাল নেটফ্লিক্সে আসছে শিগগিরই।’

রণভীর সিং এইঅ্যাডভেঞ্চার শোটির শুটিংয়ের জন্য ২০২১ সালের জুলাই মাসে সার্বিয়া ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে। এই শো দিয়েই ওটিটি’র দুনিয়ায় পা রাখছেন তিনি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।