অগ্রিম টিকিটেই ২ কোটি আয় করলো রণবীরের ‘শামসেরা’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২২ জুলাই ২০২২

রণবীর কাপুরের বহুল আলোচিত সিনেমা 'শামসেরা'। আজ ২২ জুলাই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২০ জুলাই শুরু হয় এর অগ্রিম টিকিট বিক্রি। জানা গেছে, অগ্রিম টিকিট বিক্রিতে প্রথম দিনেই দুই কোটি রুপি আয় হয়েছে সিনেমাটির।

'শামসেরা' দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় প্রত্যাবর্তন হলো অভিনেতা রণবীরের।

অনেক দিন ধরেই আলোচনায় রয়েছে সিনেমাটি। এটি ২০১৮ সালে ঘোষণা করা হয়েছিল। শুটিং শেষ হয় ২০২০ সালে। মহামারি করোনার কারণেই সিনেমার মুক্তি পিছিয়ে যায় কয়েক দফা। অবশেষে এটি হলে এসেছে।

রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছিলো ২০১৮ সালে মুক্তি পাওয়া 'সাঞ্জু'তে। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার 'ব্রহ্মাস্ত্র' সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।