আইসোলেশনে থেকে যে অভিজ্ঞতা হলো অমিতাভ বচ্চনের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৮ আগস্ট ২০২২

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি নিজ বাড়িতে এখনো আইসোলেশনে।

এ অভিনেতা নিজের অবস্থা নিয়ে তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি এখন সুস্থতা অনুভব করছি। আমি আমার ঘরের সব কাজ একাই করছি। কারও সাহায্য ছাড়া নিজে চিকিৎসা সংক্রান্ত সবকিছু চালিয়ে যাচ্ছি।’

বিগ বি নিজেই জানান, গত ২৩ আগস্ট দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার করোনার উপসর্গ আছে কি না, শারীরিক অবস্থা কেমন, সে বিষয়টি বিস্তারিত জানাননি। কিন্তু তার সংস্পর্শে এসেছেন যারা তাদের টেস্ট করানোর অনুরোধ করেছিলেন।

আরও পড়ুন: অমিতাভ-জয়ার যেসব ছবি কেউ দেখেনি আগে

তিনি আরও জানান, আইসোলেশনে থাকায় নিজের যাবতীয় কাজ নিজ হাতে করছেন। এতে করে নতুন নতুন কাজ করার অভিজ্ঞতা হচ্ছে। যেমন নিজের বিছানা তৈরি করা, ব্যায়াম, ওয়াশরুম পরিষ্কার, মেঝে মোছা, প্রয়োজনীয় সুইচ চালু করা, আবার মনে করে বন্ধ করা, নিজের নাশতা এবং পানীয় (চা এবং কফি) তৈরি করা, আলমারির পোশাক ভাজ করা। নার্সিং স্টাফের সহায়তা ছাড়াই প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়া। তিনি মনে করেন এ কাজ সবার জন্য একটি অভিজ্ঞতা।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।