রামচরণকে শুটিং সেটে চমকে দিলেন নির্মাতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৬ মার্চ ২০২৩

‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’, গানের মাধ্যমে ভারতবাসীকে অস্কার পুরস্কারের গৌরব এনে দিয়েছেন দক্ষিণী সিনেমার অন্যতম সুপারস্টার রামচরণ। অস্কার জয়ের পরেই তার পরবর্তী সিনেমা ‘আরসি- ১৫’-এর শুটিং শুরু করেছেন।

আজ ২৬ শে মার্চ রামচরণের জন্মদিন। গতকাল ‘আরসি-১৫’ সিনেমার একটি গানের শুটিং করার সময় সবকিছু প্রস্তুত থাকার পরেও পরিচালক এস শংকর তা বন্ধ করে দেন। শুটিং সেটেই আসল জন্মদিনের একদিনের আগেই অর্থাৎ গতকাল দক্ষিণী সিনেমার সুপার হিরো অভিনেতা রামচরণের জন্মদিন উদযাপন করেছেন।

আরও পড়ুন: সিনেমা ছেড়ে ক্রিকেটে রাম চরণ

রামচরণকে তার সহ অভিনেত্রী কিয়ারা আদভানি এবং ‘আরসি-১৫’ সিনেমার পরিচালক এস শঙ্করের সঙ্গে শুটিং সেটে কেক কাটতে দেখা যায়। এ শুটিং সেটে রামচরণের জন্মদিনের কেক কাটতে আরও দেখা যায় বলিউডের বিখ্যাত নৃত্য পরিচালক প্রভুদেবাকেও।

প্রভুদেবা মূলত ‘আরসি-১৫’ সিনেমার কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। একদিন আগে নিজের জন্মদিন উদযাপন উপলক্ষে অভিনেতা রামচরণ তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন, আসলে আমি অভিভূত এবং পুলকিত। জন্মদিনের একদিন আগেই আমাকে এইরকম একটি আয়োজনের মাধ্যমে সারপ্রাইজ দেওয়ায় আমি কিছুটা বিস্মিতও।

আরও পড়ুন: শুটিং শুরু করছেন রাম চরণ ও কিয়ারা আদভানি

তিনি আরও বলেন, ধন্যবাদ, ধন্যবাদ আরসি-১৫ সিনেমার পুরো টিম এবং পরিচালক এস শংকরকে, এইরকম একটি আয়োজনের মাধ্যমে আমাকে চমকে দেওয়ার জন্য।

‘আরসি-১৫’ সিনেমায় দক্ষিণের সুপারস্টার রামচরণের বিপরীতে অভিনয় করছেন বলিউড সুইটেস্ট কুইন কিয়ারা আদভানি।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।