সোনামের ‘ব্লাইন্ড’ সিনেমা মুক্তি পাচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৭ জুন ২০২৩

বলিউড তারকা সোনাম কাপুর মা হওয়ার পরে আবারও কাজে ফিরেছেন। আগামী মাসেই মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ব্লাইন্ড’। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় ৭ জুলাই মুক্তি পাবে এটি।

সোম মাখিজা পরিচালিত ‘ব্লাইন্ড’ সিনেমায় সোনামের পাশাপাশি অভিনয় করেছেন পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে এবং শুভম সরফ সহ বলিউডের একাধিক পরিচিত মুখ।

আরও পড়ুন: কঙ্গনাকে নিয়ে এবার একি বললেন সোনাম!

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানের জন্ম দেওয়াকে স্বার্থপর সিদ্ধান্ত বলেন সোনাম কাপুর। এ প্রসঙ্গে সোনাম কাপুর বলেন, ‘অগ্রাধিকার বদলে যায়। আমার মনে হয় সন্তান শুধুমাত্র আমারই থাকবে। আসলে সত্যিটা হচ্ছে, ওরা মানে সন্তানরা তো নিজেরা বেছে নিয়ে এ পৃথিবীতে আসে না। আমরাই ওদের এ পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিই। তাই এ সিদ্ধান্ত সত্যিই বড় স্বার্থপর।’

গতবছরের মার্চ মাসে মা হওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শুটের ছবি পোস্ট করে অভিনেত্রী মাতৃত্বের কথা ঘোষণা করেন তিনি। ছবিতে স্পষ্ট ছিল তার ‘বেবি বাম্প’। এরপর একাধিক ফটোশুটে সোনামের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজরকাড়ে সবার।

আরও পড়ুন: অবশেষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সোনম কাপুর

তারপর ২০ আগস্ট এলো সুখবর। আহুজা পরিবারে হাজির নতুন সদস্য। এ সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনাম কাপুর। পোস্ট করে সোনাম ও আনন্দ লেখেন, ‘২০.০৮.২০২২ তারিখে, আমরা নত মস্তকে এবং খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্র সন্তানকে স্বাগত জানাই।

প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যারা আমাদের এ সফরে সঙ্গী ছিলেন তাদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল।’ তাদের শুভেচ্ছা জানিয়েছেন নীতু কাপুর।

 
 
 
View this post on Instagram

A post shared by Jio Studios (@officialjiostudios)

সম্প্রতি বেতন বৈষম্য় নিয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন সোনম। এ ব্যাপারে ‘কফি উইথ করণ’-এ অভিনেত্রী মুখ খোলেন। তিনি বলেন, ‘এই পারিশ্রমিকে বৈষম্যটা জঘন্য। আমি এর বিরুদ্ধে কথা বলতে পারি, তারপর সেই চরিত্রগুলো আমি পাই না এবং তাতে আমার সমস্যা নেই।’

সোনাম আরও বলেন, ‘আমি সেটা সামলে নিতে পারব। আমি গত দুই-তিন বছরে বুঝতে পেরেছি যে কাউকে বিচার করার অধিকার আমার নেই। আমি বিশেষাধিকারপ্রাপ্ত, তাই কঠিন সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন নয়। আমি মনে করি, নারী হিসেবে, অভিনেতা হিসেবে, শিল্পী হিসেবে আমাদের প্রাপ্য পাওয়ার সময় এসেছে।’

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।