লতা মঙ্গেশকরের জীবনের অজানা কথা

ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকরের আজ (২৮ সেপ্টেম্বর) জন্মদিন। ভারতরত্ন খেতাব প্রাপ্ত গায়িকা লতা মঙ্গেশকরের জন্মদিনে তার ভক্ত-অনুরাগীরা পমর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি অমৃতলোকের উদ্দেশ্যে অনন্ত যাত্রা করেন। তবে তিনি তার গানের সুর দিয়ে সবার অন্তরে বিরাজ করছেন।
আরও পড়ুন: বাংলাদেশের যে সিনেমায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর
সংগীত মহাতারকা লতা মঙ্গেশকরের জীবনের অনেক কিছু আরও প্রকাশ্যে আসেনি। ধীরে ধীরে তার জীবনের অনেক কিছু উন্মোচিত হচ্ছে। এবারের জন্মদিনে জেনে নিন তার জীবনের কিছু অজানা কথা-
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকর একটি মধ্যবিত্ত মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র পাঁচ বছর বয়সে তিনি গান শেখা শুরু করেন। ১৯৪২ সালে তার কর্মজীবন শুরু করেন।
লতা মঙ্গেশকর বিশ্বের ৩৬টি ভাষায় ৫০ হাজারেরও বেশি গান গেয়েছেন। কিন্তু তার জীবনে রয়েছে নানা অজানা ঘটনা, তিনি বিশ্বাস করতেন যে তার বাবার কারণেই তিনি গায়িকা হতে পেরেছিলেন, কারণ তিনি তাকে সংগীতের শিক্ষা দিয়েছিলেন। অবাক হওয়ার বিষয়, তার বাবা দীননাথ মঙ্গেশকর বহুদিন জানতেনই না যে তার মেয়ে গান গাইতে পারেন। লতা মঙ্গেশকর তাদের সামনে গান গাইতে ভয় পেতেন। রান্নাঘরে মাকে সাহায্য করতে আসা নারীদের উদ্দেশ্যে তিনি কিছু গান গাইতেন। কিন্তু তা শুনলেই মা বকা দিতেন।
আরও পড়ুন: কেন চিরকুমারী ছিলেন লতা মঙ্গেশকর?
এরপর লতা ও তার বোন তাদের বাবার কাছে গান শেখা শুরু করেন। ছোট ভাই হৃদয়নাথের বয়স মাত্র চার বছর। যখন তার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর গায়িকা লতা তার পরিবারের দায়িত্ব নেন। পরিবারের সবার সঙ্গে মুম্বাইতে আসেন।
লতা মঙ্গেশকর ১৩ বছর বয়সে ১৯৪২ সালে প্রথম চলচ্চিত্র ‘মঙ্গলাগোরে’ অভিনয় করেছিলেন এবং কিছু সিনেমাতে তিনি নায়ক-নায়িকার বোনের ভূমিকাতেও অভিনয় করেছিলেন। তবে কখনো তার অভিনয় করতে ভালো লাগেনি। প্রথম প্লেব্যাক করেন ‘লাভ ইজ ব্লাইন্ড’ সিনেমায়। কিন্তু এ সিনেমাটি মুক্তি পায়নি।
প্রথমবার মঞ্চে গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকর পারিশ্রমিক পান ২৫ রুপি। ১৯৪২ সালে মারাঠি সিনেমায় লতা প্রথমবার গান করেন। সবাই জানেন যে লতা বিয়ে করেননি। অনেকেরই মনে এ প্রশ্ন আসছে কেন তিনি বিয়ে করেননি। কিন্তু জানেন এর কারণ কী। লতা মঙ্গেশকরের সঙ্গে ডুঙ্গারপুর রাজপরিবারের মহারাজা রাজ সিংয়ের বিশেষ বন্ধুত্ব ছিল।
শোনা যায়, রাজ সিং তার বাবা-মা তার বাবা-মাকে কথা দেন রাজ পরিবারের কোনো মেয়ে ছাড়া তিনি বিয়ে করবেন না, তাই বিয়ের সিদ্ধান্ত থেকে বিরত থাকেন লতা।
এমএমএফ/জেআইএম