কনসার্টে বোমা হামলা থেকে রক্ষা পেলো ২৫ লাখ প্রাণ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৭ মে ২০২৫

ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা বিচে ৩ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত লেডি গাগার কনসার্টে সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। এই কনসার্টে প্রায় ২৫ লাখ দর্শক উপস্থিত ছিলেন। একজন নারী শিল্পীর জন্য এই উপস্থিতি রেকর্ড গড়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এই হামলার পরিকল্পনায় যুক্ত ছিল একটি অনলাইন চরমপন্থী গোষ্ঠী। তারা সামাজিক মাধ্যমে কিশোর-কিশোরীদের চরমপন্থী মতাদর্শে উদ্বুদ্ধ করছিল। তারা মূলত LGBTQ+ সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল।

এই ষড়যন্ত্রের মূল সন্দেহভাজন লুইস দা সিলভা। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়েছেন। তাকে এবং তার ১৭ বছর বয়সী এক সহযোগীকে কনসার্টের আগে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং চরমপন্থী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের ‘অপারেশন ফেক মনস্টার’ নামক অভিযানে বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে ১৫টি বাড়িতে তল্লাশি করা হয়। এই অভিযানে চরমপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অবশেষে কনসার্টটি নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়। লেডি গাগা ও তার দল বোমা হামলার এই হুমকির বিষয়ে অনুষ্ঠান চলাকালীন অবগত ছিলেন না। তারা পরবর্তীতে সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।