এক অ্যালবামে তিন দেশ


প্রকাশিত: ০৬:২১ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

নতুন বছরে একই অ্যালবামে পাওয়া যাবে উপমহাদেশের বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পীদের। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ১০জন শিল্পীদের নিয়ে এ অ্যালবামটি তৈরি করছেন বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দীন আলী।

ইতোমধ্যে অ্যালবামের জন্য কণ্ঠ দিয়েছেন ভারতের অলগা ইয়াগনিক, কুমার শানু, শাফকাত আমানত আলি, সালমান আমানত আলি, এন্ড্রু কিশোর ও মনির খান। এতে বাংলাদেশের আরও দু`জন ও ভারতের ১জন শিল্পী গাইবেন।

আলাউদ্দীন আলী বলেন, অ্যালবামের কাজ অনেকদিন আগেই শুরু হয়েছে। সাতটি গানের সব কাজ শেষ। বাকি তিনটির কাজ শেষ হবে ইংরেজি নতুন বছরের শুরুতেই। এতে বাকি শিল্পীদের নাম এখনও চূড়ান্ত হয়নি। গানগুলো বাংলা ভাষায় হবে। নাম ঠিক না হওয়া এ অ্যালবামের সব গান লিখেছেন প্রয়াত জিয়া আহমেদ শেলী। এটি প্রকাশ করবে একতারা মাল্টিমিডিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।