৪৯ বছরেও একা সালমান


প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

৪৯ বছর হয়ে গেছে কিন্ত এখনও একাই রয়ে গেলেন বলিউড সুপারস্টার সালমান খান। ১৯৬৫ সালের ২৭শে ডিসেম্বর তার জন্ম। বলিউডে পা রাখেন ১৯৯৮ সালে। ধীরে ধীরে নিজেকে নিয়ে যান অন্য এক উচ্চতায়। দীর্ঘ এ পথচলায় অনেকেই সালমানের জীবনসঙ্গী হচ্ছেন এমন খবর শোনা গেছে প্রায়শই। তিনি নিজেও তাদের সাবলীলভাবে প্রেমিকা বলে পরিচয় দিয়েছিলেন।

কিন্তু কালস্রোতে ভেসে গেছেন সবাই। কাউকে নিজের ঘরণী করতে পারেননি সালমান। বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল তার। প্রেমের পর বিয়ের কথাও শোনা গিয়েছিল তখন। কিন্তু কোন এক অজানা কারণে ঐশ্বর্য বোল্ড আউট করে বচ্চন পরিবারের রানী হয়ে যান। এজন্য অবশ্য প্রেমিকার বাড়িতে গিয়ে ভাঙচুরও করেছেন সালমান।

এদিকে সত্যি সত্যি প্রেমিকা হিসেবে তার পাশে কাটরিনাও ছিলেন বেশ কিছুদিন। তবে সাল্লুর সঙ্গে থেকে তারকার তকমা গায়ে মেখে উল্টে যেতেও সময় নেননি কাটরিনা। শুধু কি তাই, নানা শর্ত জুড়ে দিয়ে দিব্যি সটকে পড়েছেন সাল্লুর জীবন থেকে।

এরপরও প্রেম কাহিনী কি থেমে ছিল দাবাং খানের? কিছুদিন পর পর সোনাক্ষি সিনহা, ডেইজি শাহ আর জ্যাকুলিন ফার্নান্দেজদের নাম সালমানের প্রেমিকার তালিকায় উঠে আসে। কিন্তু শেষ পর্যন্ত এদের কেউ তার জীবনসঙ্গী হন নি।

৪৯ বছরেও একাই রয়ে গেছেন তিনি। গেল বছরই নিজেকে চিরকুমার রাখার কথা ঘোষণা দেন বলিউডের এ তারকা। কে জানে, হয়তো এ বয়সে এসে বিয়ে করতে না পারার কষ্ট থেকে এমন কথা বলেছেন। অবশ্য সম্প্রতি বিয়ের কথা জানান দিয়েছেন তিনি। আসছে ২০১৫-তেই বিয়ে করতে যাচ্ছেন সালমান। তবে বিয়ের পাত্রী কে সেটা কিন্তু বলেননি ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।