৪ ঘণ্টার একক কনসার্ট করবে অর্থহীন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সংগীত জগতের জনপ্রিয় ব্যান্ড ‌‘অর্থহীন’। বরাবরই তরুণ মিউজিশিয়ানদের নিয়ে কাজ করে দলটি। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে ৪ ঘণ্টার একক কনসার্ট করবে ব্যান্ড ‌দলটি। কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।

অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি কনসার্টে লাইভ কনসার্টের রীতি অনেকটা বদলে যাবে অর্থহীনের হাত ধরে, এমনটি জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এটি গতানুগতিক কনসার্ট নয়। সংগীতের সঙ্গে প্রযুক্তিও গাঁথা থাকবে একই সুতায়।

২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্টটি। বিকেল ৪টায় গেট খোলা হবে। তবে এই আয়োজন উপভোগ করতে কত খরচ করতে হবে তা এখনো জানানো হয়নি। গেট সেট রক ওয়েবসাইটে শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন অর্থহীনের দলনেতা ও ভোকাল সাইদুস সালেহীন সুমন। সবার কাছে তিনি বেজবাবা সুমন নামে পরিচিত। ক্যানসার থেকে সেরে উঠলেও রুটিন চেকআপ, সড়ক দুর্ঘটনায় স্পাইনাল কর্ডে সমস্যা, পরে চোখের সমস্যার কারণে হাসপাতাল হয়ে উঠেছে সুমনের দ্বিতীয় বাড়ি। সুমনের অসুস্থতার কারণে মঞ্চে নিয়মিত দেখা যায় না দলটি।

গত বছর তারা এক বছরের বিরতি দিয়ে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে ফিরেছিল। বর্তমানে দলটি তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ নিয়ে ব্যস্ত সময় পার করছে। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে। শিগগির
আসবে এটি প্রকাশের দিন তারিখের ঘোষণা।

অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপে বেজবাবা সুমনের সঙ্গে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।

এমআই/এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।