‌‘বিশ্বজুড়ে বাংলা গান’ স্লোগানে শুরু হচ্ছে রিয়েলিটি শো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্র-কানাডা ভিত্তিক টিভি চ্যানেল ‘এটিভি ইউএসএ’র ‘বাংলাদেশ ঘোষণা’ নামে একটি আয়োজন অনুষ্ঠিত হয় শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর লা ভিঞ্চি হোটেলে। এই অনুষ্ঠানে মূলত এটিভি ইউএসএ’র উদ্যোগে বাংলাদেশ-আমেরিকার কিছু যৌথ ইভেন্ট ও আশা মাল্টিমিডিয়ার শুভ যাত্রা ঘোষণা করা হয়।

‘বাংলাদেশ ঘোষণা’ এই আয়োজনে উপস্থিত ছিলেন এটিভি ইউএসের এটিভি ইউএসএ’র কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান। শিল্পীদের মধ্যে ছিলেন ফাতেমা তুজ জোহরা, হামিন আহমেদ, রেজানুর রহমান, রিজিয়া পারভীন, ফাহমিদা নবী, কানিজ আলমাস খান, রুনা খান, সাদিয়া জাহান প্রভা, সিফাত তাহসিন, নিরব, ধ্রুব গুহ, চয়নিকা চৌধুরী, ফ্যাশন কোরিওগ্রাফার পিয়াল হোসেনসহ অনেকেই।

ওই ঘোষণার মূল ফোকাসে ছিল রিয়েলিটি শোয়ের লোগো উন্মোচন। ‘বিশ্বজুড়ে বাংলা গান’ এই স্লোগানকে সামনে রেখে এটিভি ইউএসএ আয়োজন করছে গানের এই রিয়েলিটি শোটির। শনিবারের সেই আয়োজনে উপস্থিত শিল্পী ও গুণীজনদের অংশগ্রহণে আয়োজনটির লোগো উন্মোচনের মাধ্যমে রিয়েলিটি শোয়ের যাত্রা সূচনা করা হয়।

রিয়েলিটি শোয়ের কো-অর্ডিনেটর ও অন্যতম বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায় আয়োজনটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে ফাতেমা তুজ জোহরা বলেন, ‘বাংলা ভাষার জন্য অনেকেই কাতর। চিন, জাপানসহ অনেক ভাষার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা বাংলা গান তো বটেই নজরুলের গানও তারা অনেক পছন্দ করেন। এই আয়োজনের আয়োজকদের শুভ কামনা। আমার বিশ্বাস, প্লানিংটা ঠিক হলে এই আয়োজন চমকারভাবে হবে।’

হামিন আহমেদ বলেন, ‘বিদেশে থেকে এমন একটি টিভির গান নিয়ে যে ভাবনাচিন্তা যেটা আমাকে মুগ্ধ করেছে। কারণ এর আগে আমরা দেখে এসেছি রিয়েলিটি শো সাধারণত একটি শহর বা দেশের সংগীত নিয়ে হয়। কিন্তু বিশ্বজুড়ে বাংলা গান নিয়ে মনে হয় এটা প্রথম। আমি মনে করি, এত করে বাংলা গানের প্রচার, প্রসার ও বাংলা গানের প্রতি যাদের আগ্রহ আছে তারা বাংলা গান ধারণ করবে।’

এই আয়োজনটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক নাজনীন মুন্নি।

এমআই/এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।