শেখ সাদীর কণ্ঠে ‘গুনাহগার’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৩ মার্চ ২০২৫

তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদীর গাওয়া অনেক গানই কোটির বেশি ভিউ হয়েছে। তার ‘ললনা’ গানটি ১৫ কোটি মানুষ দেখেছে ইউটিউবে। সাধারণত মেলোডিনির্ভর গান করলেও হিপহপ বা র‌্যাপ গানেও নিয়মিত পাওয়া যায় সাদীকে।

এবার তিনি ইসলামী গান নিয়ে হাজির হলেন। গতকাল তার ইউটিউব চ্যানেলে ‘গুনাহগার’ নামের গানটি প্রকাশ করেছেন।
এটি লিখেছেন ও সুর করেছেন মুস্তাফা সুমন। ভিডিও পরিচালনা করেছেন স্বাক্ষর।

সাদী বলেন, ‘ঘরোয়াভাবে অনেক সময় ইসলামিক গান করেছি। এবারই প্রথম আমার শ্রোতাদের উদ্দেশে গাইলাম। মৌলিক এই গানটিতে আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমরা চলতি পথে সবাই কত ভুল করে ফেলি, সেই ভুল যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমরা মাফ পাব না। এখন থেকে নিয়মিত ইসলামিক গান করার ইচ্ছা আছে।’

এদিকে সম্প্রতি নায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে আলোচনায় রয়েছেন শেখ সাদী। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি তাদের কেউই।

এমআই/এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।